সাক্ষাৎকার কাকে বলে(Interview):-
সাক্ষাৎকার হল এমন এক প্রসেস বা পদ্ধতি যেখানে একজন ব্যক্তির সম্পর্কে সমস্ত রকম তথ্য সংগ্রহ করতে সহায়তা করে। সাক্ষাৎকারে এমন এক পদ্ধতি যেখানে বিভিন্ন রকম তথ্যের মাধ্যমে এক ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব রূপায়িত করতে পারে।
সাক্ষাৎকার কি
এখানে উদাহরণ স্বরূপ বলা যায়, এই সাক্ষাৎকার বিভিন্ন দিক থেকে প্রত্যক্ষ করা যায় তা চাকুরী ক্ষেত্রে হতে পারে, পরামর্শদানের ক্ষেত্রে হতে পারে, সাইকোলজি ট্রিটমেন্টের জন্য হতে পারে সাধারণত মানুষেরা সাক্ষাৎকারকে নিজ নিজ ধারণা অনুযায়ী ব্যাখ্যা করে থাকে। সাধারণত প্রতিটা মানুষের চিন্তা-ভাবনা ধ্যান-ধারণা এক হয়ে থাকে না কেউ কেউ এই সাক্ষাতকারকে বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করে। অনেকে মনে করে এটি একটি মৌলিক প্রশ্ন উত্তর আদান প্রদানের মাধ্যম কিন্তু, সাক্ষাৎকার এই সংজ্ঞা সঠিক নয় বাস্তব অভিজ্ঞতা কে কেন্দ্র করে।
সাক্ষাৎকার নেওয়ার নিয়ম
এই সাক্ষাৎকার গড়ে ওঠে যেমন মৌখিক প্রশ্ন উত্তর আদান-প্রদানের মাধ্যমে মৌখিক প্রশ্নের উত্তর হলো অপ্রত্যক্ষভাবে কোন ব্যক্তির থেকে তথ্য সংগ্রহ করা কিন্তু, সাক্ষাৎকার হল প্রত্যক্ষ এক ব্যক্তি সামনাসামনি বসে বিভিন্ন রকম কথোপকথনের আদান-প্রদানের মাধ্যমে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা যায় তাই হলো সাক্ষাৎকার। সাধারণত এমন অনেক মানুষ আছে যারা যে কোন ভাবনা তার নিজস্ব মানসিকতা তা চিন্তা ধারা লিখে বলা থেকে মুখে বলাটা বেশি সুবিধা বলেন তার মনে হয়। তাই সে মুখে বলে নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তাধারা ব্যক্ত করতে সহায়তা হয়। অনেক সময় আমরা যে সমস্ত তথ্য বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে থেকে পাই না। তখন একজন দক্ষ সাক্ষাৎকারের কাছ থেকে সেই তথ্য সহজলভ্য হয়ে থাকে। সাধারণত সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার এর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সম্পর্ক থাকলে বিভিন্ন রকম তথ্য গোপন তথ্য উদঘাটন হয়ে থাকে। এই সকল গোপন তথ্য সাক্ষাৎকার। সাক্ষাৎকার হল এক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা নিজের চিন্তা নিয়ে সে কি কি তথ্য বিশ্লেষণ করে এই সকল কিছুর বিবরণ প্রধানত বিভিন্ন ভাবে একে ধারণা করা যায়।
সাক্ষাৎকার গ্রহণ প্রকল্প
সাক্ষাৎকার এর শ্রেণীবিভাগ (Classification of Interview):
প্র্যাকটিক্যালি সাক্ষাৎকারের লক্ষ্য কার্যকলাপ এবং প্রকৃতগত চিন্তা ধারা অনুযায়ী একে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয় ব্যক্তিকেন্দ্রিক অর্থ কেন্দ্রিক সাক্ষাৎকার লক্ষ্য গুলি নিয়ে বিশ্লেষণ করা হয়।
দলকেন্দ্রীক সাক্ষাৎকার ও ব্যাক্তিকেন্দ্রীক সাক্ষাৎকার (Individual and group Interview)
এক ব্যক্তি যখন নিজস্ব চিন্তাধারা নিজস্ব ভাবধারা ব্যক্ত করে, সে যে কোন বিষয় ভিত্তিক হোক না কেন এতে ব্যক্তির ব্যক্তিকেন্দ্রিক সাক্ষাৎকার পরিস্ফুটিত হয় কিন্তু, দল কেন্দ্রীয় সাক্ষাৎকার হলো সম্পূর্ণ আলাদা ব্যক্তিকেন্দ্রিক সাক্ষাৎকার থেকে এখানে এক ব্যক্তির নিজস্ব মতামত নয়। এখানে দলগতভাবে যখন কোনো তথ্য বা যে কোন দিক থেকে বিচার বিশ্লেষণ করা হয়। তখন তাকে দল কেন্দ্রীয় সাক্ষাৎকার রূপে ব্যক্ত করা হয়। কেন্দ্রিকসাক্ষাৎকারের মধ্যে একটি নিজস্ব ব্যক্তিত্ব পরিস্ফুটিত হয় না এবং তা সম্ভব নয় কারণ এক ব্যক্তির মতামত নয় বহু রকম ভাবে অন্যান্য ব্যক্তিদের মতামত প্রকাশ পায়আদর্শবাদী সাক্ষাৎকার ও কেন্দ্রিক সাক্ষাৎকার সাধারণত ব্যক্তির নিজস্ব কোন এক বিষয় সম্পর্কে বিশ্লেষণ করতে করতে অন্য আরেক বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা দেয় এর আগে তথ্যের সঙ্গে তেমন কোন মিল বা সাদৃশ্য থাকে না।
আদর্শবাদী সাক্ষাৎকার ও অ-আদর্শবাদী সাক্ষাৎকার:-
আদর্শবাদী সাক্ষাৎকার এমন এক বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি চিন্তাধারা ও মুক্ত হয়। এখানে ব্যক্তির নিজস্ব চিন্তা ও এক অভিন্ন মতামত প্রদান করে দৃঢ়ভাবে আর অন্য কোনো মতামত প্রদান করে না। যার মধ্যে তার আদর্শ সুন্দরভাবে সুস্পষ্ট হয়। কিন্তু এই সাক্ষাৎকার আর এক অসম্পূর্ণ দিক হলো ব্যক্তির নিজস্ব আরো অন্যান্য মতামত প্রেরণ করা নিজস্ব নিষিদ্ধ থাকে। এখানে ব্যক্তিস্বাধীনতার সামান্য তার নির্দিষ্ট প্রশ্নের সঠিক তথ্য প্রদান করতে হলে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে। তাই যতই একটি আদর্শবাদী হোক না কিন্তু এর পদ্ধতিতেব্যক্তি নিজে গভীর চিন্তা ধারা পরিস্ফুটিত হয় না। কিন্তু অ-আদর্শবাদী সাক্ষাৎকার অন্য চরিত্র ব্যক্ত করে এখানে ব্যক্তি নিজেও তথ্য যেভাবে খোলা মনে কাজ করতে দেওয়া হয়। যেভাবে তার ব্যক্তিত্ব আরো গভীরভাবে প্রকাশ পায় এখানে ব্যক্তির মতামতের পূর্ণ স্বাধীনতা থাকে ব্যক্তি নিজের নিজের চিন্তা ধারা ব্যক্ত করে, সচল থাকে সেই যে যে কোন উত্তর দিতে পারে বিনা দ্বিধায়। এতে তার মনের সম্পূর্ণ দিক সে ব্যক্ত করতে সক্ষম হয়। কিন্তু অ-আদর্শবাদী সাক্ষাৎকার আদর্শ মধ্যেই সাক্ষাৎকারের থেকে কম নির্ভরযোগ্য হলেও ব্যক্তি চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য দৃষ্টান্ত সকল কিছু পরিস্ফুটিত হয়। সুন্দরভাবে।
দৃষ্টান্তমূলক সাক্ষাৎকার ও নির্দেশিত সাক্ষাৎকার (Non directive and focused interview):-
নির্দেশিত সাক্ষাৎকারের প্রকৃতিগত বৈশিষ্ট্যমানুষের অভ্যন্তরীণ চাহিদার প্রতি বিশেষ ব্যক্তির আশা-ভরসা, আনন্দ, সুখ, দুঃখ, দন্ড, ভয় প্রভৃতি সম্পর্কে অবগত হয় এবং সেই সম্পর্কে বিশদভাবে কার্যকরী ভূমিকা পালন করে দৃষ্টান্তমূলক সাক্ষাৎকারও অনির্দেশিত সাক্ষাৎকার অনির্দেশিত সাক্ষাৎকার ব্যক্তি বাস্তব জীবন অভিজ্ঞতা কে কেন্দ্র করে সাক্ষাৎকার গড়ে উঠেছে দ্রষ্টব্য সাক্ষাৎকার ব্যক্তির রিয়েল লাইফের অভিজ্ঞতা কে কেন্দ্র করে আবির্ভূত হয় যেমন কোন বই শিক্ষার্থীর ওপর কিরকম ভাবে এতে করে তা নির্ভর করে তখন যখন সে পুস্তকটি পড়তে দেওয়ার পর এবং তার পরে তাকে অন্যান্য যেকোন রকম প্রশ্ন করা এর মধ্য দিয়ে দেখা যাবে সে পুস্তকটি পড়ার পর তার মধ্যে কিরকম আচরণের পরিবর্তন এসেছে তার চিন্তাধারার তার মানসিকতা প্রাকৃতিক সমস্ত রকম পরিবর্তন পরিস্ফটিত হয় সেই বইটি শিক্ষার্থীর ওপর ইফেক্ট করে যার ফলে শিক্ষার্থীর ব্যক্তিত্বের প্রকাশ ঘটে থাকে।
এখানে শিক্ষার্থী নিজে একজন সাক্ষাৎকার হয়েও স্বাধীনভাবে নিজের ইচ্ছা প্রকাশিত করলেও তার পরিচালনা করে সাক্ষাৎকার সংগঠিত ও অসংগঠিত ও অর্ধ সংগঠিত সাক্ষাৎকার এখানে সংঘটিত সাক্ষাৎকার অনেকটা আদর্শিত সাক্ষাৎকারের সিমিলার আদর্শ সাক্ষাৎকার যেত আমরা আগে করেছি। যেখানে কোনো স্বাধীনতা নেই নিজস্ব গণ্ডির মধ্যে থেকেই তাকে উত্তর দিতে হয় সংঘটিত সাক্ষাৎকার সেই একইভাবে নিয়ন্ত্রিত হয় পূর্ব পরিকল্পিত কোন প্রশ্নের উত্তর সেইভাবে ব্যক্ত করা হয় এবং একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে সংগঠিত সাক্ষাৎকার।
সাক্ষাৎকার এর ব্যবহার
সাক্ষাৎকার যদিওবা বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে ও নির্ভরযোগ্য কিন্তু একজন ব্যক্তির গভীরতম মনোবৃত্তি প্রকাশ পায় না কিন্তু অপরদিকে অসংগঠিত সাক্ষাৎকার যেখানে নমনীয় সাক্ষাতকারের মাধ্যমে সাক্ষাৎকারও যেকোনো প্রশ্নের স্বাধীনভাবে উত্তর দিতে পারে সেই উত্তরে তাঁর কোনো বাধা নেই প্রশ্নগুলো পূর্বপরিকল্পিত হলেও পরিস্থিতি এমন ভাবে হয়ে থাকে সে যে কোনো উত্তর যে কোন রকম ভাবে ব্যাখ্যা দিতে পারে এতে অনেক সময় ব্যক্তির সম্পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য একজন সাক্ষাৎকার ওকে দৃষ্টান্তে পরিণত হয় এই অসংগঠিত সাক্ষাৎকারে ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশ পায় এমন ভাবে যেখানে তাঁর বলার স্বাধীনতা রয়েছে এবং সে নিজস্ব মতামত প্রকাশ করতে পারে অসংগঠিত সাক্ষাৎকারে ব্যক্তির গভীরতম চিন্তা ধারা প্রকাশ পায় তবুও ব্যক্তির ব্যক্তিত্বের অপ্রত্যাশিত তথ্য কিছু বেরিয়ে আসে সাক্ষাৎকার এর মূল অসুবিধায় এখানে যেহেতু এই অসংগঠিত সাক্ষাৎকার অধিক স্বাধীনতা কথাবাত্রা আদান-প্রদান করতে দেয়া হয় সেহেতু তার রাস্তা সোজা না হয়ে আরো বেঁকে যায় এবং সঠিক পথে পরিচালন করতে পারে না এবং সাক্ষাৎকারও তাকে সঠিক পথে চালনা করতে পারে না এক্ষেত্রেসংঘটিত সাক্ষাৎকারী এখানে সঠিক।
0 Comments